যদি শুকতারাটাও নিভে যায়
আর অপেক্ষায় থেকো না;
বুঝে নিও আমি শিখে গেছি
তোমায় ছাড়া বাঁচতে ।


যদি শুকতারাটাও নিভে যায়
আর অপেক্ষায় থেকো না;
যে আলোয় ফুটল নতুন ভোর,
সে আলোতেই খুঁজে নিও পথের ঠিকানা ।


যদি বুক ভেঙ্গে যায় শূন্যতার হাহাকারে,
কিছু দুঃস্বপ্ন এসে তাড়া করে ফিরে,
তবু বালিশে মুখ লুকিয়ে কেঁদনা ।
দুঃস্বপ্নের সে মোহনায় আর দাঁড়িয়ে থেকনা ।


আনমনে বসে উদাসী আর,
ভেবনা সেই সুদিনের কথা ;
যদি মনে মনে রাখ, শুধু শুধু ভাব
বাড়বে অব্যক্ত হৃদয় ব্যথা ।


যদি ঝড় বয়ে যায় দু’চোখ জুড়ে;
আসতে দাওনা আসুক ।
তবু দু’হাত বাড়িয়ে কুড়িয়ে নিও
চেনা চেনা কিছু সুখ ।


রচনাকালঃ ২৩-০২-২০১৬