কবিতা কোন ট্রাষ্টের সম্পদ নয়
যা দান করে দেবো,
কবিতা কোন রাষ্ট্রের সংবিধান নয়
যার ধারা উপধারায় হাঁটতে হবে,
কবিতা কোন ডাক্তারের প্রেসক্রিপশন নয়
যে সেবন করতেই হবে,
কবিতা কোন আদালতের রায় নয়
যাকে বাদী কিংবা আসামী হতে হবে,
কবিতা কোন বিয়ের কাবিন নামা নয়
যে তাকে দেন মোহর দিতেই হবে,
কবিতা কোন আসমানী কেতাব নয়
যে ধর্ম প্রচার করতে হবে,
কবিতা কোন বাজারের দ্রব্য নয়
যাকে বিক্রি করে দেবো,
কবিতা কোন কারবালার কাব্য নয়
যে পিপাশায় মরে যাবে,
কবিতা কোন সরকারী প্রকল্প নয়
যার মেয়াদ শেষ হয়ে যাবে ।।