আমি আছি মনের সীমানায়।
নয় কোনো পথিকের আশায়।
বসে আছি জীবন চলার দায়।
আছি মনের কোন অজানায়।
প্রয়োজন পড়িলে ডাক দিও আমায়,
যদি  রাত নিশী ও হয়।
চাহিব প্রাণে পণে দোয়ার খুলে।
চোখের জল আড়াল করে চাহিব হাসি মুখে।
যাহাতে পারি কারও কষ্টের ভার বহন করে সুখ এনে দিতে।
আমি আছি মনের দূরগড়ায়।
যখন ইচ্ছে হয় ডাক দিও আমায়।
সকাল, সন্ধ্যা, বর-নিশি, নির্মল কিংবা উষ্ণ যে কোনো ও হাওয়ায়।
আমি আছি এই কিনারার দূরগোড়ায়।
প্রয়োজন পড়লে ডাক দিও নিশায়।
সাড়া দিব শো- হাসিতে তোমার প্রয়োজন যাতে পুরায়।
আমি আছি এই দূরগোড়ায়।