ছাত্র জীবন মধুর স্বপন।
রাখতে হবে যতন।
ছাত্র জীবন সুখের নয়।
কষ্ট করে পড়তে হয়।
কষ্ট যদি সফল হয়,
বাকি জীবন সুখের হয়।
তাই ছাত্রজীবন শ্রেষ্ঠ জীবন।
সময় থাকিতে করো অধ্যায়ন।
পূর্ণিমার চাঁদ আসে বারে বার।
ছাত্র জীবন চলে গেলে আসে না আর।
আমার জীবনে সবচাইতে প্রিয় ছাত্র জীবন।
আমি ভুলিব না মরণেও এজীবন।
তাই আজ ও নিরবে বসে খুব মিস করি সেই জীবন।
মনে হয় স্কুল শিক্ষকরা আজও  যদি দিত আমায় এডমিশন।
ছাত্র জীবনের পূর্ণ স্বাদ উপভোগ করে করিতাম অধ্যায়ন।
কবে হারালাম এ জীবন ভেবে পাইনা এখন।
কেন ভুলতে পারিনা সেই ছাত্র জীবনের মধুর স্বপন।
কবে কোন কোয়াশার মাঝে হারালাম সেই জীবন।
আজ ও আমি অপেক্ষায় আছি,
কখন ও কী ফিরবে সেই হারানো ছাত্র জীবন।