নেইতো জুই , নেই উনুন,‌ নেই কোন আগুনে সন্ধান।
তবে কেন মনে হয় ঘরের মধ্যে সব জলন্ত আগুন।
কেন সেই ঘরে জন্ম নিল কচি-কাচা কয়টি  প্রাণ।
সব হতভাগারা কী এখানে এসে গেলাম।
যেখানে নেই কোন ধ্যান ধারণা।
নেই কোন  দায়িত্ব বার।
সবে মিলে সুধু জলন্ত আগুনের ভাব।
অহরহর ঝগড়া করিতে হতভাগা ব্যস্ত থাকে।
কবে সৃষ্টি হবে তাদের ভাতৃত্বভাব।
শুনেছি কথায়  আছে ঘরের চাওতে বারের চাওয়া।
একথা বঝলনারে দারুন জন্মদাতা।
বুঝে সুধু ব্রিটিশের শ্বাসন করা।
তাই  হতভাগার দল গিয়ে ফিরে আসে।
তাদের কপালে জুটে না শুকনো রুটি।
আজ ও হতভাগার দল হা-করে তাকিয়ে আছে।
তাদের মধ্যে মিলের অভাব বলেই অমিল ঘটেছে।