এ জীবন নিশার সপন।
জীবন চলে যাচ্ছে নিশায় নিশায়।
আমি একা শুয়ে আছি একবিছানায়।
কপালের আঁচলে কী আছে ,
আল্লায় ভালো জানে।
নিশার সপন সুখে সুখী রয়ে গেছি আমি অনেক ত্রাসী।
কবে এই কপালের রেখা বদলিবে।
আমি আছি অপেক্ষা করে।
নির্জনে বসে ভাবছি মনে মনে,
কখনো ও কী কপালের কালো  রেখা যবে।
আজ অন্ধ প্রাণে মগ্ন আমি।
হিমেল প্রবাহে হতাশ।
তাই ভাগ্য রেখা আর বিধির  লিখনের দিকে তাকিয়ে
আমার জীবন হতে চলেছে শেষ।
হে মোর শুকনো কপাল,
তোর পানে চাহিয়া আমি থাকিব‌ আর কত কাল।
আয়ু আমার হতে চলেছে শৈবালের নীল।
দিন দিন  হতে চলেছি আমি দূর্বলহীন।