মাতি না বললে কেমন অর্থ বুঝা যায়?
মাতি না বললে আমারা বুঝি কারো সঙ্গে সম্পর্ক বিচ্ছেদে,বিবাদ।
কিন্তু এই মাতি না আমার কাছে অনেক মিষ্টি।
কি করে বিবাদ থেকে মজার হচ্ছে সৃষ্টি।
মাতি না হচ্ছে সুরের টান।
হৃদয়ের কলতান।
মাতি না বললে আমার কাছে হয়ে যায়  মজার ঝগড়ার সৃষ্টি।
সাধারণ অর্থে মাতি না মানে কথা বন্ধ।
কিন্তু,
আমার কাছে মাতি না মানে আরম্ভ মিষ্টি একটা দ্বন্দ।