ভাবতে ভালো লাগে অনেক কিছু
এলোমেলো ভাবনা গুলো মনের ভীতর
ছুটে বেড়ায় যখন তখন ,
যেনো ভাবনাকে মোর ধাওয়ায়
সাগর পাড়ের হাওয়ায় ৷
এমন যদি হতো ইচ্ছে গুলো সব
পাখির ডানার মত ,
যখন খুশী যেতাম তোমায় ছুয়ে
ভাগ করে নিতাম হৃদয় জুড়ে থাকা
অনুভূতির ভালোবাসা যত ৷


ভাবতে ভালো লাগে অনেক কিছু
ক্ষণিকের নিঃসঙ্গতার অল্প সময়ে
নেত্রকোনার শিশির বিন্দু
মনে করিয়ে দেয় ভাবনার গভীরতা ৷
অস্থিরতা বাড়তে থাকা এই মনে
যখন ভেসে ওঠে অতীতের দৃশ্যপট
আবার তখন নতুন প্রাণে ডানা ঝাপ্টায় ,
আর আমি ,
অনেক আশা নিয়ে বসে থাকি ৷