বস্তির ছেলে আমি
বস্তিতে আমার জন্ম
আমারও আছে রক্ত মাংস ঘড়া জীবন
আমারও আছে সবার মতো মন।
আমি কেনো আজ নির্জাতিতো,
আমি আজ কেনো অবহেলিত?
কেনো  সবাই আমায় করছে ঘৃণা,
কেনো নেয়না আপন করে আমায়?
আমি মরলে যাবো যেখানে
সবাইকেতো যেতে হবে সেখানে
তাহলে কেনো এতো বিবাদ
কেনো এতো হিংসা?
বিপদে পরলে খুঁজে আমায়
বিপদ উদ্ধার হলে বলে এইখানে কেনো তুই,
এই কেমন মানবতা
এই কেমন বড়লোকের বিছার?
আমিতো থাকতে ছাই সবার সাথে
তাহলে কেনো ওরা থাকতে দেয়না,
বস্তিতে জন্ম বলে আমি কি মানুষ নই
বস্তিতে জন্ম বলে কেনো এতো ধিক্কার আমাই?
বস্তির ছেলে আমি
বস্তিতে জন্ম আমার
আমারও আছে সুন্দর জীবন
আমারও  আছে সুন্দর মন।