এভাবে বৃষ্টি দেখা কি তুমি শেখালে?
জানি না।
এমন তো হয় নি—
একসাথে বৃষ্টি দেখছি;
তুমি কাঁধে মাথা রেখেছো;
বলেছো,"চলো ভিজি!"
তবু,কেন আমি এভাবে বৃষ্টি দেখছি?
আগে তো দেখি নি!
এতো নির্মলতা আগে তো দেখি নি,
নয়নতারার দোলা,বাতাসের আলতো ছোয়া
আগে কখনো খেয়ালই করি নি।
মেঘ এতো সুন্দর কিভাবে হলো?
আগে তো ছিলো না।
দেখিনি কখনো।
তুমি বলো,হ্যাঁ তুমিই বলো!