বিলিবিনো থেকে আলাস্কা,
মহাসাগর-মহাদেশ-পর্বতমালা পেরিয়ে পথে পথে প্রতিটি ধুলোয়,প্রতিটি ঘাসে,প্রতিটি ইটে,প্রতিটি পায়ের ছাপে আমি দেখি—
তোমার অমলিন হাসি,অপলক দৃষ্টি,উড়ন্ত চুল,শাড়ির গোছানো পাড় আর তোমার অ-নিরব অস্তিত্ব।
আমি কলোম্বিয়া থেকে কঙ্গো,
সোমালিয়া থেকে সিঙ্গাপুর—
যাযাবর হয়ে খুঁজে ফিরতে পারি।
শুধু অধিকার নিয়ে শহরের অপর পাশে যাওয়া হবে না।
ঠিকানাটা দিয়েছো,অধিকার নয়।