অদেখা তোমাকে ছোয়ার আকুতি যখন শিরায়-শিরায় বইছিলো,
যখন তোমার ছায়া-শরীর-ঘ্রান হ্যামিলনের সেই বাঁশিওয়ালার মতো আমাকে মুগ্ধ থেকে মুগ্ধতর করেছিলো,
তোমার ঘোরে যখন কাতর ছিলাম,
তখন তোমাকে পাই নি।
তোমাকে পাই নি,প্রিয়তমা।
তোমাকে পাই নি শীতল মেঘে,অন্ধকার সকালে,মিষ্টি হাওয়ায়।
প্রিয়তমা,
এই শত না-পাওয়া অতিক্রম করে তবু তুমি আছো স্বপ্নে,
তুমি আছো আকাঙ্খায়,
তুমি আছো শ্বাশত ভাবনায়—
চেতন-অবচেতনে,সরলে-কঠিনে,আমার বসা কিংবা দাঁড়িয়ে থাকায়!