আমার সকল প্রাণ অস্তিত্ব জুড়ে
অদম্য এক চিৎকার চাপা পড়ে;
নিয়তঃ সেই বাড়ন্ত চিৎকারে
কত দুঃখ-কষ্ট রাগ যে জমে
ফুসছে গোপন ধ্বংসী অভিলাষে !
কবে, কী এক অসীম শক্তিত্রাসে
দেহ-মন ফুঁড়ে অবিনাশী তোড়ে
বেজে উঠে বলবে, “না, না, মানি নে,
আমি মানি নে” এই লোকালয় ঘরে
ভিতর-বাহির, পশ্চাৎ চারিপাশে
ঘুনে খসা চুনে রুদ্ধ কানুনে
অগ্নি ধরুক ঝরুক বজ্রাঘাতে
রক্তলোভী পশুর তল্লাটে;
স্বার্থসিদ্ধ কারাগার বাঁধনে
টেনে-হিঁচড়ে আয়ুকাল ক্ষয়ে
এই যে জীবন একে জীবন বলে ?
অথচ মোর জন্ম জগত ‘পরে
মুক্তাকাশে গাংচিল হব বলে।