ভাবিনি শেষে কলমে ডুববো
কোনদিনো, বিধবারঙা শুন্যতায় শুষ্ক-
জমিনে নিঝুম রাত্রি নামাবো
কালিখচিত এলোমেলো কিন্তু অমলিন
কিছু ভাবনা আঁকার প্রতারণায়।
ভাবিনি কখনো কোন বন্ধু 'ভাবে নিশ্চুপ
হয়ে হাঁটতে হবে;আঁটকে যাবে গলা
অনিচ্ছায় অপ্রকাশ্য যত না বলা কথায়।
তাই আজ কত আগ্রহী আমি রোজই-নির্জনে
কোন খিড়কি বদ্ধ দুয়ার-ঘরে
মাথাগুঁজে বসে দিনের বেলায় নির্বাসনে
ছন্দ খুঁজি নিজেরই কথামালায়;
এরই মাঝে কোন কোন দিনে ভূমিষ্ঠ হয়
একটি দু’টি কবিতা অথবা গল্পাকারে
বুভুক্ষে জমে থাকা কথা এক বুক।আর তাতেই-
যেন উষ্ণতায় গলে আমার এ জমাট হৃদয়।
তাই আজ আমি জানি শ্লোকে কেন লোকে
বলে- “কবিরা বড় নিঃসঙ্গ হয়”;কিন্তু আসলে
জানে না কেউ প্রকৃতির হেঁয়ালি কোথায় !
কবি কখনো মজে না নিঃসঙ্গতায়;
বরং সঙ্গহীনতায় কিছু কবির জন্ম হয়।