যতটা না ভুল, তারও চেয়ে অনেক বেশী আকাঙ্ক্ষা
যতটা না নির্বাচন, তারও চেয়ে অনেক বেশী নিয়তি
ধ্বংস আমাকে টানে শেষ পরিণতির মত
তাই যেখানে যখনই যেভাবেই মরণকে পেয়েছি
বিস্ফোরণ প্রত্যাশায় ছুটে চলে গেছি;
কিন্তু সেখানেও বিস্তৃত শান্তি আর সুখের মতই দুর্নীতি
ভুয়া, মিথ্যা, প্রতারণাই ছিল আগাগোড়া
বিষুবের বদলে সত্ত্বায় মেরু ধরিয়ে দিল লোভী এম.বি.এ. ব্যবসায়ী।
এভাবেই যখন পথেঘাটে আড়ষ্ট নিত্য; ঠিক তখনই
তুমি এসে বললে, “এত শীতার্ত থাকলে কি চলে ? চলো ভালোবাসি ”
ভালোবাসা ! সে আবার কি ! দেখিনি শুনিনি বুঝিনি আগে কখনও
সেও কি তোমার মত রঙবাহী অজস্র ? সেও কি নৈশদামিনী ?
প্রশ্নের উত্তরে নরম কোমল পেলব তোমার বুকে
আমাকে চেপে ধরে সিক্ত প্রথম ছোট্ট চুম্বন, কিছু ঘন শ্বাস;
বড্ড সংক্ষিপ্ত তারপরের ইতিহাস;
আত্মার খাকি রঙ ছাই হয়ে গেল পাঁচ মিনিটেই;
আজন্ম প্রলুব্ধ দগ্ধতায় জ্বলে পুড়ে নিঃশেষ
হলদে তৃপ্ত ফিল্টারে; বহ্নি তোমার ভালোবাসাবাসির অবশেষ;
যতটা না ভুল ছিল, তারও চেয়ে অনেক বেশী ছিল আকাঙ্ক্ষা
যতটা না নির্বাচন, তারও চেয়ে অনেক বেশী কিছু নিয়তি ।।