ডুবছি জেনেও জড়াচ্ছি প্রেমাজালে
মায়া নাকি নেশা,কিসের এতো জ্বালা!
অভ্যাস নাকি বদ-অভ্যাস?
জানতে পারিনি কিছুই।
শুধু জেনেছি তুই আমার
দিলের আকন্ঠ পিয়াশ!


মনের জ্বালা সেই বুঝে
যে দগ্ধ লেলিহান প্রেম শিখায়....
বিরহের করুন সুরের পরও
অগ্নির ফুলকি হয়ে ঝলসে ওঠে,
মরিয়া হয়ে....কিসের টানে?


সে কি নেশা নাকি নিছক মায়া?
বলুক লোকে যা ইচ্ছে তাই
আষ্টে পৃষ্ঠে জড়াচ্ছি প্রেমাজালে তোর
নেশা না হয় তুই হলি
বেলা অবেলায় আমি শুধুই তোর!