‘এই সব শেষ’ ভেবে বসে থাকার খেলা,
অস্থির মনকে শান্ত রাখার সুন্দর অভিনয়,
আবেগ ভরা শূন্যতায় ক্ষত ক্ষুদ্রেরও ক্ষয়।
ক্ষয়ে যাওয়া মূর্তির কাছে কোন আহ্বান,
আহ্বানের স্বপ্নে বিভোরিত প্রাণ,
অনুভূতির এ বিনিময়, অভিন্ন সুর অভিন্ন তাল,
‘এই সব শেষ’ ভেবে পাড়ি দেই কাল।
    আর
আলোকময় তলের দেয়াল ঘেঁষে দাড়াই।
কখনো, কোন ভাবে, হয়তবা কোন ধাক্কা,
হাজার ফুট নিচে অন্ধকারে পরে যাওয়া,
পরে যাওয়ার সময় আশ্চর্য শূন্যতা,
অন্ধকারে এক বিন্দু আলোয় খুঁজি পূর্ণতা।
হঠাৎ করে আবার উঠে যাই,
চারপাশে লাল নীল রঙের দেখা পাই,
আলোকময় তলে আমরা আবার
                  দেয়াল ঘেঁষেই দাড়াই!