আর বারবার ইচ্ছা করে প্রশ্ন করতে,
প্রশ্নবিদ্ধ করতে,
সত্যকে চোখের সামনে ধরে
জিজ্ঞেস করতে,
মিথ্যে বলার কারণ,
ঐ অভিনয়ের কারণ,
ঐ মিথ্যা রাগ, মিথ্যা অভিমানের কারণ।


হয়তবা ওসব তোমাদের প্রতিহিংসা
নাকি তোমাদের কোন মানসিক অসুস্থতা,
প্রতিবন্ধকতা


কিন্তু
তোমাদের ঐ মিথ্যা রাগ,
মিথ্যা অভিনয়কে সত্য ভেবে
এই আমি
আর কত হব প্রতারিত
আর কত প্রতারিত হবে আমারই মত


আর
তোমাদের উপর রাখা যত বিশ্বাস
ছিল যা আমার এই স্বত্বারই অংশ,
হয়ে গেল সব ভেঙ্গে চুরমার,
শুরু হল ভাঙা-গড়ার খেলা,
শুরু হল
আমার এ অস্তিত্বের ধ্বংস


এখন
অস্তিত্বহীনতার এ অনুভূতি নিয়ে
মনকে তো মানাতে পারি না
শূন্য মাথা আর স্তব্ধ নিঃশ্বাস
আমার যে আর ভাল লাগে না


হটাৎ শক্তিহীন হওয়া এই শরীরেও,
ইচ্ছে করে
তোমাদের কাছে গিয়ে প্রশ্ন করি,
কেন??