যেই হাত তোমার অধর ছুঁতেই পেত,ভয়ের আভাস
সেই হাত কোন কোন রাতে ছুঁয়ে ফেলে, সমস্ত আকাশ ।
ভেবে দেখো,যে কথা কোন দিন বলিনি কাউকেই ,
সে কথা আজকাল অকারণে বাতাসে ঢেলে দিই ।
জলাশয়ে ভয় নেই আর, নির্দ্বিধায় নেমে যাই অতল সাগর,
কোন কোন দুঃসাহস অব-লীলায় হস্তপিষ্ট করে নরম পাথর।
আমাদের শহর ল‍্যামপোষ্টের আলোতে গা ভাসিয়ে দেয়,
বর্ণাঢ্য পসরা নিয়ে আসে ঝিঁ ঝিঁ পোকারা
রাত মেখে গায় ।


১২/৩/১৮.
তেজগাঁও।