গোলাপের ভ‍্যানে মানুষ চড়ে যায়,
গোলাপ বিক্রির টাকায় চাকু ক্রয় ,
তারপর গোলাপকেই কাটা হয়।
তাদের কান্না শুনা যায় না;
গোলাপের পরিচিত রক্তকে রক্তই মনে হয় না।
শুধু দীর্ঘদিন বিস্মিত হয়ে চেয়ে থাকে শরীরের ক্ষত--
দৈবাৎ সমঝোতা নিয়ে আসে বৃষ্টি।ক্ষত মুছে না।
তার অধরেই গজাতে থাকে আগন্তুক বলির নব্যকুঁড়ি।