সুন্দর পৃথিবীর ছায়া গুলো
দেখি শুধু আঁখি মেলে
আকাশের নিচে সমীরে মিশে
দেখিনি কায়া গুলোকে।
                     আমি অন্ধ।


সবার সাথে চলে সবার পিছে
একটা অচল মূর্তি
তাই দেখে হাসা হাসি
রং মাখা ফুর্তি ।
                 আমি নিরব।


দিন যায় স্বপ্নে রাত আসে সামনে
সেই ক্ষণ আসেনা কভু
চাঁদ উঠে ডুবে যায়
আঁধার যে ফিরে আসে শুধু।
                       আমি নির্বাক।


__________________


রাজশাহী
জুন ২০১০