একটা দড়ির এত কাজ
নিয়ে যায় আরশ ছা'য়।
উঠবো আমি ঊর্ধ্ব পানে
বাঁধবে আমায় কিসের মা'য়?


রোদ বৃষ্টি ঝড়েতে
দড়ি আরও শক্ত হয়।
অসীম ভারে গর্ব করে
অল্প ভারে ছিঁড়ে যায়।


হাওয়ায় দড়ি তৈরি হয়
মায়ায় দড়ির কর্ম শুরু।
এমন দড়ি বাড়ি বাড়ি
পাঠিয়ে দাও নিষ্ঠা গুরু।


কপাল পানে লিখিয়ে দাও
দড়ির মালিক এই আমি।
কিনতে গিয়ে খুইয়েছি হায়
মগজ ধোলাই তেল পানি।


*****
ছা'য়=ছায়ায়
মা'য়=মায়ায়