এখানে সেদিন মানুষের কোলাহল ছিলো ।
এক দন্ড ঘুমের জন্য দিনরাত ফেরি করত
রক্তবাষ্পের হাওয়াইমিঠা ।
কোন এক কুকুরের মিঠাই লাল নোলা
ও ঝলকিত দন্তসারি দেখে
ফেরিওয়ালার মন হয়েছিলো ঠান্ডা।
লক্ষ কোটি মিঠাইয়ের যোগান দিয়ে
হিসেবের খাতা খোলার কালে
লাল জিহ্বা ছড়ালো অরণীর আগুন।
এবার ঘুমাও মানুষ, অগ্নি শিখায়
ডাকবেনা কেউ, খুঁজবে না কেউ,
অনন্ত জীবনের সন্ধানে।
আর বলে দিও পরমাত্মাকে
তাঁর বিচারেও আমাদের আস্থা নেই।

-----
স্যাপ্পোরো, জাপান
১৫/ ০৭/ ২০২১



নোলা = জিহ্বা
** একের পর এক কারখানায় অগ্নিকান্ডে শত শত মানুষ হত্যা ও বিচারহীনতার জন্য লেখা।