সন্তান হারা , বাস্তু হারা , অন্ন হারা
শত হারার মাঝে ।
আমি তোমাকে হারাতে চাইনা
বসে হারানো পথের ধারে।
হারাতে হারাতে হারানোর মাঝে
সব ভয় গেছে হেরে।
তবু তোমাকে হারালে মন যেন
হারানোর ব্যথা বোঝে ।
সর্বহারা, ছন্নছড়া, ‌ধনহারা
সব হারানো রত্ন গুলোর খোঁজে ।
হারানো পথে হাঁটছি আমি
হারানোর ব্যথা ভুলে।
হেরে যদি যাই আমি
পথটি ধরে রেখ।
হারানোর ভয় না করি যেন
হারিয়ে পাওয়ার জয়ধ্বনি কর।


২৮/০১/২০১৫
রাজশাহী