প্রতিদিন আমরা জড় হবো একটা কবিতা লিখতে।
পৃথিবীর সমস্ত মানুষ
সমস্ত প্রকৃতি
সমস্ত বজ্রপাত অথবা,
সমস্ত মেহেদি পাতা দিয়ে।
হ্যাঁ লেখা হবে একটা নাতিদীর্ঘ কবিতা।


গানের মত করে গাওয়া হবে কবিতা
বন্যার মত ভাসিয়ে নিবে সমস্ত কান্না
সমস্ত হৃদয় নিংড়ে দিবে
একটা ঘাস ফুল অথবা,
একটা কপালের টিপ।
হ্যাঁ লেখা হবে একটা মর্মভেদী কবিতা।


প্রতিদিন আমরা জড় হবো একটা কবিতা পড়তে।
পৃথিবীর সমস্ত জানালা খুলে
সমস্ত সুর বন্ধ করে
নতুন সুরে অথবা,
নতুন মূকাভিনয়ে।
হ্যাঁ লেখা হবে একটা পড়ার মতো কবিতা।


কবিতা দিয়ে কবিতার ব্যবচ্ছেদ হবে।
ব্যবচ্ছেদ হবে কবির
ঘন কাল চুল
সর্ষে ফুল অথবা,
বাঁকা  ন্যাজ ঝুলানো কুকুরের।
হ্যাঁ লেখা হবে একটা অস্ত্রসম কবিতা।


কবিতার সাথে যুদ্ধ হবে কবিতার
কবির সাথে কবির
জিতে যাবে একটি কবিতা
সমস্ত কবি মিলে লেখা
সেই অনবদ্য কবিতার জন্য
আমরা জড় হই প্রতিদিন।