আর কোণ্ঠে সবাই আসো বাহে
বস দূরে দূরে।
দুনিয়ার সব জাগাতে আইছে
মহামারি বলে।
আর কোণ্ঠে যান এদিক সেদিক
ভাল করে শোন।
করোনা ভাইরাস নাম তার
মনে থাকে যেনো।
জ্ঞানী বলে এই রোগ
ভাই ছোঁয়াচে হয়।
আর দূরে দূরে থাকা তাই
নিরাপদ কয়।
হাত ধুবেন ঘন ঘন
সাবান পানি দিয়ে।
হাঁচি কাশি দেওয়া চাই
রুমালে মুখ ঢেকে।
জ্বর কাশি শ্বাস কষ্ট
এই রোগের লক্ষন।
আস্তে আস্তে করে ভাই
ফুসফুসে আক্রমন।
আর ...
আরো কিছু কথা আছে
শোন দিয়ে মন।
আবরুদ্ধ থাকতে হবে
আরও কিছু দিন।
ধনি গরিব অনেক মানুষ
আছেন তোমরা বাহে।
কেউ খাবে কেউ খাবে না
সেটা কেঙ্কা হবে।
ধনি যারা আছেন বাহে
বাড়িত আছে ভাত।
চুপি চুপি বিলি দেও
টের পাবে না হাত।
আর ...
আরো একনা কথা আছে
কবার মুই চাও।
বড় ভাইরাস আছে দেশে
সেটা শুনে যাও।
দেশে কিছু মানুষ আছে
করে ত্রাণ চুরি।
শিক্ষা দিক্ষাও আছে তাদের
আছে বড় ভুঁড়ি।
চাল চুরি ছোট চুরি
বড় চুরি নয়।
রক্ত চুরির হাতটা বড়
এ ভাবেই যে হয়।
সাবধান থাকেন বাহে
চোর গুলার থেকে।
সময় তোমার আসলে পরে
হিসেব দিবেন চুকে।
আরও কিছু কথা আছে
সময় অনেক কম।
কিছু মানুষ বলে বেড়ায়
তারা ভাইরাসের জম।
এমন কথা শোনেন না ভাই
ওরা বড়ই ভণ্ড।
এমন বেশে থাকে ওরা
দেওয়াও যায়না দণ্ড।
ভাল থাকেন সুস্থ থাকেন
এই মনের চাওয়া।
এবার মোরা চলে যাই
সবাই করি দোয়া।  
-----
স্যাপ্পরো, জাপান।