টিকি দাড়ির নেই তো ঝগড়া
নয় তো লুঙ্গি ধুতি।
কুরান পুরান দুই ভাইয়ে তো
নেই যে মারামারি।
দর্গা দুর্গা একখানে রয়
কেউ করে না তো ভয়।
শিরনি প্রসাদ নিচ্ছে সবাই
যার মনে যা ধায়।
হিঁদুর গলায় আল্লাহ লেখা
তাবিজ অনেক আছে।
ফকির বেটাও তুকতাকেতে
মা কালিকে ডাকে।
ঘোষের বাড়ির দই যে ভালো
ইদের খাওয়ার পরে।
মুসলমানের নারকেল গুলো
প্রসাদ হয়ে রুচে।
একই চাঁদ দেখে যে ওরা
করে ইদ আর পূজা।
ভাগ করে না কভু তারা
নভঃমনির ঊষা।
এক জলেতে শূচি সবে
পঞ্চভূতে সুহাল।
এঁকে দেয় কে বিভেদ রেখা
শয়তানের দালাল।
-------
স্যাপ্পোরো, জাপান
২১/১০/২০২১