মাতালের শিরোনামহীন কথার স্রোতে
একদিন হারাবো সবাই।
না মদের নেশায় নয়,
শুনতে শিশিরস্নাত ঘাসের সানাই।


জঘন্য কবিতার লড়াইয়ে একদিন
কবির পোস্টমর্টেম হবে।
বিক্রিত কাব্যের শ্মশান জ্বলবে
চন্দনের মরা নিবেদনে।


শিখী পাখাও হতে পারে
সুচক্র, গদার দণ্ড বা মুণ্ড।
কে থামাবে শিশুপালের
গঙ্গা সলিল প্রবাহ?


হিসেবের খাতা আর খাতার হিসেব
মিলবে না কোনটাই।
তবু কালি কলমের অপচয়
নিরন্তর চলবে বেহুস ভাই।
-----
স্যাপ্পোরো, জাপান
০৪/ ০৮/ ২০২১


# তিস্তাটাইমসে প্রকাশিত