দুটি সমান্তরাল অসীম ভেক্টর
একটিতে তোমরা, অন্যটিতে একলা।
তোমরা হাঁটছিলে, হাসছিলে সুন্দর
মেঘলা চোখে তাকাচ্ছিলাম, হাবলা।


তোমাদেরটা ভেক্টর স্পেস হল
বড় বড় সমীকরণ কর।
আমার  চোখে রাজ্যের হতাশা
তাতেও ‍আমার ডর।


তোমরা আমাকে তাকালে না ‍একবার
তাচ্ছিলে আমায় ডাকতে ফেলুদা।
লজ্জায় আমি মুষড়ে যাই
কমে না তোমাদের তামাশা।


ক্ষীণ দীর্ঘশ্বাস ফেলে বললাম
দেখা হবে ময়দানে।
হেরে যেতে চাই না আমি
সম্ভাবনার জগতে।


______
মার্চ, ২০১২
রাজশাহী।