তুমি কানে কানে বলেছিলে পুতুল চাই
একটা  সামান্য পুতুল ।
কদম ফুলের মত হেসে বললাম আচ্ছা
অমনি কাল মেঘে ঢেকে গেল তোমার
সুদীপ্ত চাহুনি।


শরতের কোন একদিনে বালুকায় ঠেস দিয়ে
একটা কাশ ফুলকে বললে
একটা  পুতুল দেব, নেবে?
সেদিন তোমার দু ফোটা অশ্রুর ঝড়ে
আমি লীন হয়ে ছিলাম
তোমার অস্তিত্বে।


মুখপানে আর তাকাইনি তোমার
তুমিও বোধ হয় তাকাওনি।
কেটে গেছে কতকাল
মুখর সে প্রেমে।
তবু মরা শামুকের মত আমরা
আজ, পা কাটার যন্ত্র।


------
১৩ অক্টোবর ২০১২
রাজশাহী।
(পরিমার্জিত)