আমি শূন্য ,তাই শূন্যতাই আমার প্রিয় ।
বাড়ি শূন্য ,উঠান শূন্য
গ্রাম শূন্য ,দেশ শূন্য
আমি শূন্যতার গান গাই শূন্য হৃদয় দিয়ে ।
মায়ের চোখ শূন্য,বাবার হাত শূন্য
বোনের আদর শূন্য, ভাইয়ের শাসন শূন্য
প্রিয়ার আচল শূন্য, প্রিয়র ভালবাসা শূন্য
আমি শূন্যতার মাঝে বড় হই ,শূন্যতাই আমার প্রিয় ।
সে শূন্য , এ শূন্য
তুমি শূন্য , তিনি শূন্য
শূন্যতার জগতে শূন্যতাই আমাকে হাতছানি দেয়।
জমি শূন্য ,নদি শূন্য
আকাশ শূন্য ,বাতাশ শূন্য
জঙ্গল শূন্য, বন শূন্য
শূন্যর গালে চুমো দেই আমি আদরে আদরে ।
কবিতা শূন্য ,সাহিত্য শূন্য
পত্রিকা শূন্য ,মিডিয়া শূন্য
শূন্য মস্তিষ্ক দিয়ে শূন্যের নামতা বানাই।
বোকা শূন্য,চালাক শূন্য
বিজ্ঞানি শূন্য ,বিজ্ঞান শূন্য
ছাত্র শূন্য,শিক্ষক শূন্য
শূন্য হাশিতে আমি শূন্য ঝরাই।
শাসক শূন্য, শাসন শূন্য
শাসিত শূন্য ,জন শূন্য
এখানে আমি শূন্যতার বন্দনা করি।
মালিক শূন্য, শ্রমিক শূন্য
কৃষক শূন্য , মজুর শূন্য
এখানে নিতির কথা শূন্যে উড়ে যায় ।
ডাক্তার শূন্য, রোগী শূন্য
সেবা শূন্য, আবেগ শূন্য
মায়া শূন্য,দয়া শূন্য
এখানে শূন্যের মেলা ,তাই শূন্য গান করে ।


রাজশাহী
২৬/০১/২০১৫