চারদিক নিস্তব্ধ, দু একটি ঝিঝি ডাকছে
মেঘগুলো চলছে কোন মিশনে, কে জানে?
চাঁদ টা গ্রাম্য মোড়লের মতো বসে আছে
তাঁরা গুলো কি বলছে, কে শুনছে?


আমিও বসে আছি জানালার ধারে
দুহাত ঠায় গালে দিয়ে
কি দেখছি দুরপানে, আপনমনে?
প্রেম কি নামবে আজ আকাশ চুয়ে?


কাশফুল গুলো দুলছে, সাদাপরীর বেশে
কি যেন বলতে চাচ্ছে আমাকে
আমি বললাম কিরে তরা কিছু বলবি?
হেসে বললে আজ না কালকে।


প্রতিদিন রাত আসে ঝিঝি ডাকে
মেঘ ভাঙ্গে চাঁদ হাসে
জানালার ধারে বসে থাকি, শুধু
জীবনের হিসেবে হয়না সময়ের আগমন।


___________


রাজশাহী
মে ২০১১