পৃথিবী তাকিয়ে দেখ তোমার বুকে
নৃত্যরত সুন্দর মৃত্যুকে।
বিভৎস হত্যার চেয়ে এ মৃত্যু বাজায়
দারুণ বাদ্য আনন্দলোকে।
এ জীবন্ত মৃত্যুর মৃত্যু নাই
জেগে আছে ঠিক শিয়রের কাছে।
বারবার মনে ভাসিয়েছে মায়া
এই কি তবে শেষ হল ইাচ্ছা?
মৃত্যুর বিরুদ্ধে দাঁড়িয়ে কি হবে
বল হে বড় পৃথিবী।
তুমি মৃত্যু ছড়িয়েছ মাতৃকোলে
অভিনন্দন তোমাকে।
আমি সুন্দর মৃত্যু এসেছি দ্বারে
নির্বাণ পাও তৃপ্ত আলিঙ্গনেে।  
শুচি হোক তোমাদের হৃদয়াবেগ
আমার আশীর্বাদেে।
-----
স্যাপ্পোরো, জাপান।