তুমি সত্য , তুমি মহাসত্য
আকাশ পাতাল খুজলাম ,খুজলাম সারা মর্ত্য ।
পেলাম না তোমার দেখা আমি অন্ধ
তবু তুমি সত্য, তুমি মহাসত্য ।
ধুলিকণার মত উড়ো তুমি আবার
পাথরের মত নিচ্চল ।
তোমাকে ধরার সকল আয়জন
করে দাও তুমি নিষ্ফল।
তবু তুমি সত্য, তুমি মহাসত্য ।
তোমার রাজ্যে রাজা হে তুমি
শাসন কর বিশ্ব
কর খেলাপি এক প্রজা আমি
তাই কর না আমায় সহ্য ।
তবু তুমি সত্য, তুমি মহাসত্য ।
যেখানে আমার স্বপ্ন দোলে
হতাশার সুর অল্প।
সেখানে তোমার দলন মলন
সিদ্ধ খড়গহস্ত।
তবু তুমি সত্য, তুমি মহাসত্য ।


০২/০৯/২০১৫
রাজশাহী