বাস্তব
না আর কল্পনা নয় ,
নেমে এসো
বাস্তবের মাটিতে ...
মাটির ভিতরের ঠান্ডা স্পর্শ করুক তোমার বুক..
মৃত্যুর নৃশংসতা গ্রাস করুক  তোমার শরীর -
মাটি লেগে যাক সর্বত্র ;
কোনোদিন ঘুমোও নি পালঙ্ক ছাড়া ,
সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ বলে ;
বোঝোই নি খেতে না পাওয়ার কি যন্ত্রনা !


আজ যখন মরণরোগে আক্রান্ত
মনে পড়ছে ফুটপাতের নিরন্ন মানুষের হাহাকার ?
ওদের কান্না, ওদের কালিমাখা মুখ;
যাদের দেখে তুমি অবলীলায়
চলে যাও প্রেমিকের হাতে হাত রেখে -


আজ তোমার শেষবেলা আসন্ন !
মাটিতে মিশে যাচ্ছে সারাশরীর-
বিদেশ ভ্রমণ কেড়েছে তোমার জীবন .
তোমার রক্তমাংস টিকিয়ে রাখার সংগ্রাম ..
তখন জল দিয়েছে চিকিৎসক,সেবিকা :
আর মনোবল যোগাচ্ছে -
সেই কালিমাখা অবহেলাপ্রাপ্ত কতগুলো মুখ ....