বৃষ্টিতে আজ মাতলো মন,
পথের ধারে এ কোন বন ৷
ঘাসের শীষ যে হাওয়ায় দোলে,
ধানের ক্ষেতে আলের ধারে ৷৷


চলছি যে আজ কোনখানে,
নিশানা আর নেই মনে ৷
রিক্ত শরীর ভিজিয়ে নেওয়া,
প্রাণের খুশি আবার পাওয়া ৷৷


সবাই মিলে একসাথে,
আয় ভিজে নিই মাঝরাতে ৷
ছেলেবেলার চড়ুইভাতি,
আয় আবার খেলব আজি ৷৷


গ্রীষ্ম শেষে বর্ষা আসে,
দারুণ দহন হাওয়ায় মাতে ৷
বর্ষা আবার এল ফিরে,
ময়ূর কেবল পেখম মেলে ৷৷


সবাই এবার শান্তি পাক,
মনের কালি ধুয়েই যাক ৷
এমনি ভাবেই বৃষ্টি হোক,
পৃথিবী মা সুখী হোক ৷৷


'বর্ষার আয়োজন'