সুদূরিকা,
দেখতে পাচ্ছো ? তোমার আমার
মাঝখানে কতো বড় এক দেয়াল !
দেয়ালে শেওলা, শেওলার রং সবুজের ভেতর
কালো |
দেয়ালে মাকড়সার জাল, জালে মৃত
মাকড়সা ঝুলে আছে |
নীল পিপড়ে দেখেছো ?
এই দেয়ালে নীল পিপড়ে উঠে মাঝে মাঝে |
নীল পিপড়েরা মিষ্টি ভালোবাসে না |
ওরা বিষাদে ভরা ঝাল শেওলার পোকা খায় | লাল
পোকা, হলুদ পোকা,
বাদামি পোকা আরো কতো কি !
সুদূরিকা,
এই দেয়াল কে গড়েছে বলতে পারো ?
এর নির্মাতা তুমিই ||