এ শহর এখন ঘুমে মগ্ন,
কে আছো কোথায় ?
আমি রাজপথে যাবো !
একুশ বছর পর কারাগার
থেকে মুক্তি পেলাম,
কে আছো কোথায় ?
আমি রাজপথে যাবো !
দেয়াল লেখার
রংতুলি ফাঁসিতে ঝুলছে, লিফলেট
হয়েছে নির্বাসীত ||
এই মধ্য রাতের অন্ধকার, চিৎকার
করে ডাকছে |
কে আছো কোথায় ?
আমি নিহত রাজপথের আহত ল্যাম্পোস্টের
আলোতে বসবো, ফুটপাতে হাটবো |
কে আছো কোথায় ?
আমি রাজপথে যাবো ! অথবা নীল বিষ পান
করবো ||