আমি প্রতিদিন মরি
দু'হাত বাড়িয়ে দেই
কোনো শ্মশানের কাছে না


আমি প্রতিদিন মরি
আমার প্রিয় সংসারের কাছে


আমি ভাবি আপন জনের কথা
তাদের সুখ তাদের অসুখ


আর আছে অনাহার


একটা বিষয় লক্ষ করলাম
আমার প্রিয় সংসারের কাছে
নৃশংসতা আছে সন্ত্রাসবাদ আছে
যুদ্ধ যুদ্ধ ভাবও আছে
তবে কি সংসার হলো
সন্ত্রাস আর নৃশংসতার আঁতুড়ঘর


প্রতিদিন ভাবি মৃত্যুর কথা।