আমাকে কষ্ট দিয়ে তুমি কী পাও
আমি চাই আয়নায় সারা পৃথিবীকে


তুমি বার বার ফিরে আসো
একরাশ কষ্টের উপশম নিয়ে
যুগ যুগ এমন কষ্ট নিয়ে আসে


এবার আমি আকাশ দেখব
যেখানে তারাদের জলসা বসে
একটা সন্তুষ্ট নিয়ে বসে আছি
যদি যন্ত্রণা কিছুটা লাঘব হয়


এই অবেলার শেষে আকাশে তাকিয়ে


গভীর রাতে শব্দরা
এখন বিশ্রাম নেয়
রাতের পাখি উড়তে উড়তে
আরো উঁচুতে, যেন শরীর তার ছোট্ট অক্ষর


এই রাত যেন শেষ না হয়


চোখের পাতায় ছুঁয়ে আছে ভিজে অভিমান


আমি আকাশ হতে চাই।