সমস্ত বৈষম্য দূর করে, পৃথিবীর চরাচরে
একত্রে মিশিয়ে ফোঁটাও ফুল
হাতে করে যা নিয়ে এসেছ
আমার হাতে নির্ভয়ে তা দিয়ে দাও


টুকরো টুকরো মন জড়ো করে
একটা গোটা পৃথিবী বানাও
সবারই পায়ের নীচে ঝুরঝুরে বালি


যার দিকে তাকাও, তুমি তার চোখের বিষ
তার কাছে পথ খুঁজলে
দেখিয়ে দেবে অন্ধ গলি


প্রেমের মহল্লা বানিয়ে তাকে
বিছানায় শুতে দিও


ভালবাসলে আলোকধারা লুটিয়ে পড়বে পায়ের নীচে
আর ঘৃণা করলে শুধু অন্ধকার।