অশরীরী


শে খ র  ঘো ষ


চোখ বন্ধ করার আগেই বিছানায় শুয়ে
শেষবারের মতো শুনি, বৃষ্টির গান
ভেজা পায়ের আগমন, তার সুর ছুঁয়ে যায়


অন্ধকার রাতে পুরনো শোকেরা ছুটে আসে
যেন ধারালো দা রক্ত মেখে হাসে


অচেনা ভালবাসার রক্তজবা ছড়িয়ে দেয়
ভেজা মাটির মরুময় স্তরে স্তরে


তোমার চারপাশে কেউ নেই
তুমি না থাকলে, তাতে কী যায় আসে
তখন তুমি অশরীরী ৷