অবেলা দুপুরে আমার নির্জন দ্বীপে
এসেছিল মেঘবালিকা
টের পাই তার দুর্লভ উপস্থিত
শুধু একবারই এসেছিল
শব্দবিহীন প্রস্ত্তুতি নিয়ে ৷


আশ্চর্য দুপুরে বনপথে ঢুকে পড়ি
বনপথ চলে গেছে এঁকেবেঁকে
আমার ভেতর দিয়ে,
ক্ষুধার্ত ঝরনার কাছে এসে বুঝেছি
তৃষ্ণা আমার ছিটকে পড়ছে তার কাছে
বন্য প্রজাপতির ঝাঁক
আমার ভেতর দিয়ে উড়ে যাচ্ছে ৷


সৌন্দর্য, গাছের সারি, নালিপথ
এই তো বনপথ ৷


দেখা মেলে না সেই মেঘবালিকার
সবুজ বনানীতে বৃষ্টি হয়ে
হারিয়ে গেছে ঝরনার ভেতর৷৷