এই মন দিনরাত খোঁজে তোমাকে
সুখে দুঃখে দিন-অন্তে অকারণ
যত দূরেই থাকো না তুমি
ভেবে পাইনা কী সুখ আছে আমরণ


শ্যাম্পুর ভেঁজা চুলে চঞ্চল হাওয়া ছুঁয়ে যায়


কবিতার বই অথবা ফেসবুকে থাকি
তবুও সময় চলে যায়
জানি না তোমায় কেন মনে মনে আঁকি


মনের সাদা খামে
গুঁড়ো গুঁড়ো মেঘ জমে
এই বুঝি বৃষ্টি নামে


অন্য কোনো দেশে আছো তুমি


সমুদ্রে গেছে পথ হারিয়ে
মন্দ বাতাসে ঢেউয়ের শব্দগুলো
আজ বড়ো এলোমেলো
তবুও বন্ধু দিও হাত বাড়িয়ে।।