কতদিন যাইনি তার বাড়ি।


মোহিনী হাসির শব্দে বাড়িটা গমগম করত
মধ্যরাতে আকাশের গল্প
অচেনা ফুলের গন্ধ
আমার মন দিশাহারা হয়ে উঠত।


একজন এখানে অপেক্ষা করত
তার ধূসর রঙের শরীর
ক্ষীণ হয়ে আসা চোখের দৃষ্টি
আমার জানতে ইচ্ছে করত
কিসের মোহে এখানে আছে?


কত স্মৃতি,কত সংলাপ পড়ে আছে
এই দীর্ণ বাড়িটায়...... ‌‌।


আজ আমি একা
শীর্ণ দেহ পড়ে আছে অশ্রুভেজা ঘাসে।


বাড়িটা এখনো আছে সেখানে?