বসন্ত এসে গেছে
ফাগুনের বাতাস বইছে


খসখসে ডালে সবুজ পাতার আগমন
প্রেম হাওয়ায় ওড়ে কচি পাতা
তার শরীরে জমে আছে অনন্ত জ্যোৎস্না
আমাকে কাছে আসতে বলে
কেন যাবো?
আমি দীর্ঘ বসন্ত পার হয়ে এসেছি
আমার বসন্ত কখন শেষ হয়ে যাবে
আমি কী জানি!


তবুও সদ্য ফোটা শিমুলের গন্ধে
তার মুখমন্ডলের লাবণ্যে
ফিরে যেতে ইচ্ছে করে


আমি যেতে পারবো বসন্তের কাছে?