ভাল লাগে না এই পোড়া পৃথিবীতে
ভীষণ জ্বালা সমস্ত শরীরে
যেন রোদে পোড়ার মতো
কেন এমন হলো আজ
মানবজাতি মারাত্মক ধ্বংসের মুখে


ভাল লাগে না একদম
সবসময় একা মনে হয়
পাখিরা কী আনন্দে উড়ে বেড়াচ্ছে
কোনো দূষণ নেই বাতাসে আজ
আমার বাড়ির জানালা থেকে এখন
স্পষ্ট বরফে ঢাকা হিমালয় দেখতে পাচ্ছি
শেষ বিকেলের সূর্যের আলো বরফে
যেন ডিমের কুসুমের মতো তার রঙ


ভাল লাগে না লক ডাউন যে
গাড়ীর চলাচল নেই এই নিঃস্ব দেশে
তাই আকাশ হাসছে বাতাস হাসছে
পরিযায়ী পাখির দল উড়ছে
সমুদ্রতটে নেচে বেড়াচ্ছে ময়ূর ময়ূরী


একদিন করোনা হেরে ভূত হবে


তখন আমরা আগের অবস্থায় ফিরে যাব?


পারি না দূষণ মুক্ত পৃথিবী গড়তে।।