পুরনো ভাষা থেকে নতুন ভাষা এলে
দেখবে, সেখানে শালীনতা নেই
এক পুকুর কুরুচিভরা শব্দ
বিভেদের শব্দ হাওয়ায় দোল খায়
অজান্তেই মনের ভেতর অবিশ্রাম
শব্দ জন্ম দেয় অন্ধকার
রোদের কুচিও পড়ে না সেখানে


পুরনো ভাষা থেকে নতুন ভাষা এলে
বোধগুলো জানালা বেয়ে
আকাশে মিলিয়ে যায়


কে যেন ঘুরে ফিরে  শুধুই বলেছিল
নেতাদের ভাষা এখন এই রকম।