নিশিফুল ফোটে বাস্তুহারা আকাশের গায়ে
দুঃখ এসো,হাত ধরি চলো যাই একসাথে
ছিন্ন আকাশের শেষহীন বারান্দায়
আমরা সয়েছি অন্যায় অপমান
তবুও পুত্রহারা মায়ের মতো কাঁদব না


মহান সমাজ করুণা করে
আমাদের শেষহীন দুঃখে
আমরা ললাটে এঁকে নিতে পারি
করুণাহীন আর নিছক ঘৃণা


দীপ্ত চোখে পুষ্প রথে চড়ে
চলে যাব শান্তভাবে নির্ভয়ে কবরে
মরণ সে যে ক্ষমতার দুর্জয়


আমাদের ভালবাসা চিরসুখে নিদ্রা যায়
ক্লান্ত সূর্য নিদ্রা যায় মেঘের ঘরে
রাত্রি নামে মধুর তৃষ্ণায়।