পৃথিবীটা আগের মতো নেই
সবসময় যুক্ত হয় কান্না
বোধের জায়গায় বিবেকশূন্য
অবর্ণ দেখায় তাকে
ময়লা পোশাকে ঢাকা


মানুষ মানুষের কাছে নেই
সবাই নিজের কথা ভাবছে
যেন অপরিচিত তারা
ছোঁয়া যাবে না ভালবাসায়


করোনায় মৃত ব্যক্তির লাশ
পোড়ানো যাবে না শ্বশানে


এ কোন পৃথিবী
বড়ো অচেনা লাগে।